ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে নারী আইনজীবীর ১১ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১
ইরানে নারী আইনজীবীর ১১ বছরের কারাদণ্ড

তেহরান: ইরানের মানবাধিকার আইনজীবী নাসরিন সতৌদেহকে ১১ বছরের কারাদ- দিয়েছেন দেশটির একটি আদালত। খবর এএফপির।



তার আইন পেশাসহ ইরানের বাইরে যাওয়ার উপরও ২০ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নাসরিনের স্বামী রেজা খানদান সোমবার বার্তা সংস্থা এএফপিকে জানান।

দুই সন্তানের মা ৪৫ বছর বয়স্ক নাসরিন কে একটি মানবাধিকার সংগঠনের সদস্য হওয়ার অপরাধে রোববার এই শাস্তি দেওয়া হয়েছে বলে তার স্বামী জানিয়েছেন। শান্তিতে নোবেলজয়ী শিরিন এবাদির একটি সংগঠনের তিনি সদস্য। রেজা আক্ষেপ করে বলেন, ‘এ ঘটনা খুবই দুঃখজনক। ’

তিনি বলেন, জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ভূমিকা রাখার দায়ে এবং শান্তিতে নোবেলজয়ী শিরিন এবাদির হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে গত সেপ্টেম্বর মাস থেকে নাসরিন কারাগারে বন্দী রয়েছেন।
 
রেজা বলেন, নাসরিন কয়েকটি মামলার ব্যাপারে খোলাখুলি কথা আলোচনা করেন। সেসব মামলা নিয়েই তিনি করছিলেন। তিনি বলেন, ‘পৃথিবীর কোন দেশে কয়েকটি সাক্ষাৎকার দেওয়ার জন্য একজন মায়ের কারাদ- হয়?’

নাসরিনের অপরাধ হচ্ছে, তিনি কিছু বিদেশি গণমাধ্যমের কাছে তার মক্কেলের সাজা হওয়ার ব্যাপানে মন্তব্য করেছেন।

নাসরিন নারী এবং শিশুদের অধিকার রক্ষায় দীর্ঘ দিন ধরে কাজ করে আসছেন। নির্বাচনে নারীদের ভোট দেওয়ার অধিকার আদায়ের বিষয়ে তিনি নারীদের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।