ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

স্পেনের বাস্ক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অস্ত্রবিরতির ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১
স্পেনের বাস্ক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর অস্ত্রবিরতির ঘোষণা

মাদ্রিদ: স্পেনের বাস্ক বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইটিএ সোমবার স্থায়ী অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে। ইটিএ দীর্ঘ দিন ধরে বাস্কের স্বাধীনতার জন্য লড়াই করে আসছে।

খবর বিবিসির।

বিভিন্ন গণমাধ্যমের কাছে পাঠানো একটি ভিডিওচিত্রে আন্তর্জাতিকভাবে প্রমাণ করা হবে।

১৯৬৮ সাল থেকে বাস্ক অঞ্চলের স্বাধীনতার লড়াইযে ইটিএকে ৮০০ জীবন দিতে হয়েছে। তবে গত বছর সশস্ত্র হামলার থামানো ঘোষণা দেয়।

এখনো পর্যন্ত স্প্যানিশ সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে আশা করা হচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শিগগির মন্তব্য করা হবে।

মুখ-মাথায় সাদা কাপড় বাঁধা ইটিএর তিনজন সদস্য এ ভিডিওচিত্রে বলেন, ‘ঐতিহাসিক দায়িত্ব সম্পাদনের এখনই সময়। ’

এতে স্থায়ী ও সাধারণ অস্ত্রবিরতির আহ্বান জানানো হয়, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমেও যাচাই করা যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।