ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উইকিলিকস প্রতি সপ্তাহে ৫ লাখ ইউরো লোকসান গুনছে: অ্যাসাঞ্জ

জাকির হোসেন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১
উইকিলিকস প্রতি সপ্তাহে ৫ লাখ ইউরো লোকসান গুনছে: অ্যাসাঞ্জ

জেনেভা:  মার্কিন গোয়েন্দা নথি প্রকাশের সময় থেকে প্রতি সপ্তাহে উইকিলিকস প্রায় ৫ লাখ ইউরো লোকসান গুনছে। এক সাক্ষাতকারে ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ এ কথা জানান।

খবর এনডিটিভির।

ওয়েবসাইটি পরিচালনায় কোনো চাপ আছে কি-না জানতে চাইলে সুইজারল্যান্ডের সংবাদপত্র ট্রিবিউন ডি জেনেভাকে দেওয়া সাক্ষাতকারে আসাঞ্জ বলেন, ‘এখন আমার সংকল্পকে আরও জোরালো করাই আমার প্রধান চাপ বলে মনে করছি। তবে অর্থনৈতিক বিষয়টি ভিন্ন। আমরা যখন থেকে মার্কিন গোপন নথি প্রকাশ করছি, তখন থেকে প্রতি সপ্তাহে ৪ লাখ ৮৬ হাজার ইউরো লোকসান গুণছি। তিনি জানান, আমাদের কাজ চালিয়ে যেতে অর্থ যোগানের অন্য কোনো উপায় খুঁজতে হবে। ’

কীভাবে আর্থিক লোকসান হচ্ছে সে বিষয়ে অ্যাসাঞ্জ বিস্তারিত কিছু জানাননি। তবে বেশ কয়েকটি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সম্প্রতি ওয়েবসাইটটির সঙ্গে লেনদেন বন্ধ করে দিয়েছে।

অ্যাসাঞ্জ বর্তমানে সুইডেনে দায়ের করা যৌন হয়রানি মামলায় ব্রিটেনের আদালত থেকে জামিনে আছেন। লন্ডনে মঙ্গলবার মামলার শুনানির তারিখ রয়েছে।

গণমাধ্যমে খবর থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের আইনজীবীরা তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সৈনিকদের উসকে দেওয়ার অভিযোগে মামলা দায়েরের চেষ্টা করছেন।

গত ডিসেম্বরে ব্রিটেনের সানডে টাইমসকে দেওয়া সাক্ষাতকারেও অ্যাসাঞ্জ আর্থিক চাপে পড়ার করা বলেছিলেন।

বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।