ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে পাওলো কোয়েলহোর বই নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১
ইরানে পাওলো কোয়েলহোর বই নিষিদ্ধ

তেহরান: ব্রাজিলের বিশ্বব্যাপী জনপ্রিয় লেখক পাওলে কোয়েলহো জানান, তার লেখা বই ইরানে নিষিদ্ধ করেছে দেশটির সরকার। এ নিয়ে ব্রাজিলের সরকারকে মধ্যস্থতা করার আহ্বান জানান তিনি।

খবর দ্য গার্ডিয়ানের।

কোয়েলহো তার তার ব্লগে লেখেন, ‘আমার জোরালো আশা এই ভুল বোঝাবুঝি চলতি সপ্তাহের মধ্যেই শেষ হবে। আর ব্রাজিলের সরকার আমাকে ও বইগুলোকে সমর্থন করবে এ বিষয়ে অত্যন্ত আস্থা রাখি। আমাদের লালন করা মূল্যবোধের দোহাইয়ে তা করা উচিৎ। ’

কোয়েলহোর ইরানি সম্পাদক আরাশ হেজাজিকে একটি ভিডিও ফুটেজে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে। তিনি নেদা আগা-সুলতানের জীবন রক্ষার দাবিতে রাস্তায় নেমেছিলেন। বিতর্কিত নির্বাচনের পর তার মৃত্যুই ইরানে সহিংসতার ছড়িয়ে পড়ার অন্যতম কারণ।

কোয়েলহো জানান, নিষেধাজ্ঞার কারণ তিনি জানেন না। তবে জানান, বিক্ষোভে তিনি হেজাজির পক্ষে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে প্রচারণা চালান।

১৯৮৮ সালে প্রকাশিত কোয়েলহোর রূপকধর্মী উপন্যাস ‘দি অ্যালকেমিস্ট’ সর্বকালের সেরা বিক্রির তালিকায় উঠে আসে। কোয়েলহো বলেন, তিনি চান পারসিয়ান বা ফারসি ভাষায় তার সব বই প্রকাশিত হোক।

বিশ্বের ১৫০টি দেশের কোয়েলহোর মোট বই বিক্রির পরিমাণ ৩০ কোটি। ইরানে তার বই ১৯৯৮ সাল থেকে বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।