ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আরও লোকসান হলে উইকিলিকস টিকতে পারবে না: অ্যাসাঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১
আরও লোকসান হলে উইকিলিকস টিকতে পারবে না: অ্যাসাঞ্জ

প্যারিস: উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছেন, এরকম আর্থিক ক্ষতি অব্যাহত থাকলে হইচই ফেলে দেওয়া এই ওয়েবসাইট উইকিলিকস আর ‘টিকতে পারবে না’। ফ্রান্সের রেডিও ইউরোপ ওয়ানে প্রচারিত একটি সাক্ষাৎকারে মঙ্গলবার তিনি একথা বলেন।



উল্লেখ্য, অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রের মার্কিন গোয়েন্দা নথি ফাঁস করে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব নেতাদের অস্বস্তিতে ফেলেছিল। তিনি বলেন, যখন থেকে ফাঁস হওয়া শুরু হয় তখন থেকেই এই ওয়েবসাইটটি প্রতি সপ্তাহে প্রায় ৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার লোকসান গুনছিল।

তার অনলাইনের যে অনুদান পেতো সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করে বলেন, ‘এভাবে চলতে থাকলে আমরা টিকতে পারব না। ’

তবে অ্যাসাঞ্জ এসময় প্রতিজ্ঞা করে বলেন উইকিলিকস আবার যুদ্ধ শুরু করবে। এদিকে, ফ্রান্স ইনফো রেডিওকে দেওয়া আরেকটি ভিন্ন সাক্ষাৎকারে বলেন তথ্য ফাঁসের ধারাবাহিকতা রক্ষায় উইকিলিকস প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন , ‘আমাদের ব্যবসা ধরে রাখতে হলে অর্থ ফেরতের জন্য আমাদের বিকল্প পথ খুঁজতে হবে। ’

তবে ওয়েবসাইটি কিভাবে এই ক্ষতির সম্মুখীন হচ্ছে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলেননি। তবে বেশ কয়েকটি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান সম্প্রতি এই ওয়েবসাইটটির সঙ্গে লেনদেন বন্ধ করেছে। অ্যাসাঞ্জ বলেন, ‘আমি বলতে চাই এই চাপের কারণে আমার মনোবল আরও বেড়েছে। ’

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।