ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

৪৭ সৌদি ‘জঙ্গি’র বিরুদ্ধে ইন্টারপোলের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১
৪৭ সৌদি ‘জঙ্গি’র বিরুদ্ধে ইন্টারপোলের সতর্কবার্তা

লিওন: সন্ত্রাসী তৎপরতার সঙ্গে জড়িত সন্দেহে সৌদি আরবের ৪৭ জন আল-কায়েদা সদস্যের বিরুদ্ধে মঙ্গলবার সতর্কতা জারি করেছে ইন্টারপোল।

এ বিষয়ে এক বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিকভাবে অভিযুক্ত এই ৪৭ জনের জন্য ইন্টারপোলের কাছে সর্বোচ্চ সতর্কর্তা (রেড নোটিশ) জারি করার অনুরোধ জানায় সৌদি আরব।

ওই ৪৭ জন ব্যক্তি জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত বলে বহুদিন থেকেই অভিযোগ করে আসছিল দেশটি। ’

‘রেড নোটিশ’ এর মধ্য দিয়ে মূলত সন্দেহভাজনদের খুঁজে বের করা, তাদের গ্রেপ্তার ও হস্তান্তরের জন্য তথ্য দিয়ে সাহায্য করার জন্য ইন্টারপোলের সদস্য রাষ্ট্রগুলোয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়।

সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে ইন্টারপোল জানায়, ‘সন্দেহভাজন ব্যক্তিদের সঙ্গে আল-কায়েদার জড়িত থাকার সৌদি আরবের এ সন্দেহভাজন ব্যক্তিরা দেশ ও দেশের বাইরের জনগণের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। ’

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।