ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়া-যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি বাস্তবায়ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

মস্কো: রাশিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন বিরলে এবং রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভের কূটনীতিক বার্তা বিনিময়ের পর দেশটির মধ্যে পরমাণুসংক্রান্ত একটি চুক্তির বাস্তবায়ন শুরু হলো। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে এ তথ্য জানান।



রাশিয়ার রাজধানী মস্কোয় মঙ্গলবার ‘১২৩ চুক্তি’ নামে পরিচিত রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু চুক্তি বিষয়ক কূটনৈতিক বার্তা বিনিময় হয়। আর এর মধ্য দিয়ে চুক্তিটির বাস্তবায়ন শুরু হলো।

পরমাণু জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ক এ চুক্তির আওতায় মার্কিনি প্রতিষ্ঠান রাশিয়ার কাছে পরমাণু চুল্লি, চুল্লির গুরুত্বপূর্ণ স্থাপনা এবং অন্য দ্রব্যসামগ্রী বিক্রি করবে বলে জানা যায়।

২০০৮ সালে এ চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে দেশ দু’টির সম্পর্কে অবনতি ঘটলে এ চুক্তির ক্ষেত্রে অচলাবস্থা দেখা দেয়। তবে ২০০৯ সালে বারাক ওবামা ক্ষমতা গ্রহণের পর মস্কোর সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে নির্ধারণ করেন।

এরই অংশ হিসেবে গত বছরের শেষে ওবামা রাশিয়ার সঙ্গে ‘নিউ স্টার্ট’ নামে ঐতিহাসিক পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি করেন। এটি ছিলো ওবামা প্রশাসানের জন্য একটি বড় রাজনৈতিক জয়।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।