ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘পাকিস্তানের দিকে অর্ধেকেরও বেশি পথ এগুবে ভারত’

তীর্থঙ্কর ঘোষ, নয়াদিল্লি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ‘অর্ধেকেরও বেশি পথ সামনে এগুতে’ প্রস্তুত ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা মঙ্গলবার একথা বলেন।



তবে এজন্য সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানের ‘আরও সংবেদনশীল’ হতে হবে বলে তিনি জানান।

বিদেশি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কৃষ্ণা বলেন, ‘আমরা পাকিস্তানের দিকে চেয়ে আছি, আমাদের মৌলিক উদ্বেগ বিষয়ে তারা সংবেদনশীল হবে। মৌলিক উদ্বেগ হচ্ছে সন্ত্রাসবাদ এবং তা সঠিকভাবে মোকাবেলা। কার্পেটের নিচে সন্ত্রাসীদের লুকিয়ে রাখলে হবে না। ’

পাকিস্তানের সঙ্গে আলোচনার কথা স্মরণ করে তিনি এ বিষয়ে গুরুত্ব দিয়ে বলেন, ভারত পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় । এছাড়াও ইসলামাবাদ সন্ত্রাস দূরীকরণের যে অঙ্গীকার করেছে সেটাও পূরণ করতে হবে।

তিনি বলেন, এইসব অঞ্চলে ভারত প্রশিক্ষণ দেওয়ার সুযোগ সুবিধা দেবে যা কিনা সন্ত্রাস মোকাবেলার পদক্ষেপ হিসেবে পাকিস্তানের জন্য যথেষ্ট।

কৃষ্ণা বলেন, ‘আমরা বলেছি, পাকিস্তান যদি তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে আসে তাহলে ভারত তাদের কাছে পৌছানোর জন্য অর্ধেকেরও বেশি পথ এগিয়ে যাবে। ’

উল্লেখ্য, ভারতের পররাষ্ট্র সচিব নিরূপমা রায় এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব সালমান বশির ৬-৭ ফেব্রুয়ারি থিম্পুতে সার্ক সম্মেলনে মিলিত হবেন। এসময় তারা আলোচনায় বসতে পারেন।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জানুয়ারি ১১ ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।