ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পরমাণু স্থাপনার বিরুদ্ধে মহারাষ্ট্রে শিক্ষার্থীদের ক্লস বর্জন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১
পরমাণু স্থাপনার বিরুদ্ধে মহারাষ্ট্রে শিক্ষার্থীদের ক্লস বর্জন

মুম্বাই: ভারতে পরমাণু স্থাপনা নির্মাণ বিষয়ক পরিকল্পনার প্রতিবাদে কাস বর্জন করেছেন দেশটির ৭০টি স্কুলের শিক্ষার্থীরা। খবর পিটিআই ও এএফপির।



ভারতের মহারাষ্ট্রে পরমাণু কেন্দ্র নির্মাণের পরিকল্পনায় সমর্থন জানাতে এসব স্কুলের শিক্ষকরা শিক্ষার্থীদের সমর্থন আদায়ের চেষ্টা করেন। এর পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কাস বর্জন করেন বলে মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়।

পরমাণু শক্তি ‘পরিশুদ্ধ ও সবুজ’ এ প্রচারণার প্রতিবাদে জৈতাপুর জেলার ২০টি গ্রামের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী কাস বর্জন করে। সরকারি সংবাদমাধ্যম পিটিআই এ তথ্য জানায়।

পশ্চিম ভারতের জৈতাপুরে ৯ হাজার ৯০০ মেগাওয়াট শক্তিসম্পন্ন পরমাণু কেন্দ্র নির্মাণের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু এর প্রতিবাদে ব্যাপক আকারের বিক্ষোভ শুরু করেন সমাজকর্মীসহ স্থানীয় ব্যক্তিরা।

গত সপ্তাহে জেলার কর্মকর্তারা ওই অঞ্চলের স্কুলগুলো পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মধ্যে এ প্রকল্প জনপ্রিয় করার জন্য প্রচার চালানোর নির্দেশ দেন।

জৈতাপুরের পরমাণু কেন্দ্রের চুল্লি কেনার জন্য ফ্রান্সের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অ্যারেবার সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ভারত। ডিসেম্বর ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজির ভারত সফরের সময় দু’দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।