ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভয়াবহ বন্যার মধ্যে ‘অলৌকিক’ শিশুর জন্ম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১
ভয়াবহ বন্যার মধ্যে ‘অলৌকিক’ শিশুর জন্ম

সিডনি: চারদিকে বন্যার পানির মধ্যে একটি ছেলে শিশুর জন্ম দিয়েছেন অস্ট্রেলিয়ার এক নারী। একজন সরকারি কর্মকর্তা বুধবার এ তথ্য জানান।



দেশটির গণমাধ্যমগুলোয় শিশুটির নাম ক্যালাম জ্যাক উইল্যান্ড বলে প্রচার করা হয়েছে। বিপর্যয়কারী বন্যার মধ্যে শিশু জন্মের ঘটনা ব্যাখ্যা করতে গিয়ে সিডনির ডেইলি টেলিগ্রাফ বলে, ‘কুইসল্যান্ডে বিপর্যয়ের মধ্যে শিশু জন্মের ঘটনা নতুন আশার জ্বলজ্যান্ত উদাহরণ। ’ নবজাতককে ‘অলৌকিক শিশু’ বলে অভিহিত করা হয়েছে।

ক্যালামের জন্মের সময় পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে তার মা নিজের ঘরেই ছিলেন। কেননা এ অঞ্চলে ভারী বর্ষণের কারণে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জরুরি হেলিকপ্টার পৌঁছাতে ব্যর্থ হয়। ফলে এক আত্মীয়ের সহযোগিতায় মঙ্গলবার রাতে তিনি বাড়িতেই শিশুটিকে জন্ম দিতে বাধ্য হন।

কুইন্সল্যান্ডের কেয়ারফাইট হেলিকপ্টারের মুখপাত্র এ বিষয়ে বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘তিনি মফস্বল এলাকায় থাকেন এবং তার বাড়ির চারপাশের সড়ক পথ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ’

তবে বুধবার ওই নারী এবং তার নবজাতককে ব্রাইট ভিউ’র তাদের বাড়ি থেকে ব্রিসবেনের পশ্চিমের বন্যা কবলিত লকিয়ার ভ্যালির হাসপাতালে নেওয়া হয়। মা ও শিশু উভয়ই বর্তমানে সুস্থ আছেন বলে জানা যায়।

এর আগে সোমবার পাশ্ববর্তী ব্রিসবেনে আকস্মিক বন্যায় ১২ জন নিহত হন।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।