ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোর কারাগারে সংঘর্ষ: নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১

মেক্সিকো সিটি: উত্তর মেক্সিকোর এক কারাগারে সংঘর্ষে ১১ জন কয়েদি নিহত হয়েছেন। মেক্সিকোর কুখ্যাত এ কারাগারে মঙ্গলবার এ ঘটনা ঘটে।



দেশটির দুরাঙ্গো অঙ্গরাজ্যের সহকারী বিচারক আলেজান্দ্রে মোরেনো বলেন, ‘গোমেজ পালাসিও শহরের কারাগারের ভেতর দাঙ্গা শুরু হয় এবং এতে ১১ জন নিহত হন। ’

তবে সংঘর্ষের কারণ বা সংঘর্ষে কতজন আহত হয়েছেন এ বিষয়ে মোরেনো নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

মেক্সিকোর কুখ্যাত এ কারাগারগুলোতে প্রায়ই ভয়াবহ দাঙ্গা ও কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এমনই এক ঘটনায় গত মাসে দেশটির সীমান্তবর্তী নুয়েভু ল্যারেডো শহরের কারাগার থেকে ১৫১ জন কয়েদি পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।