ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তিউনিশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১
তিউনিশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বরখাস্ত

তিউনিশ: তিউনিশিয়া তার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রফিক বেলহাজ কাচেমকে বরখাস্ত করাসহ বেকারত্বকে কেন্দ্র সংঘটিত সংঘর্ষের সময় গ্রেপ্তার হওয়া বিক্ষোভকারীদের মুক্তি দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘানোউচি বুধবার একটি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।



উল্লেখ্য, বেকারত্বের বিরুদ্ধে বিক্ষোভ সপ্তাহ শেষে আরও বৃদ্ধি পেলে নিরাপত্তা রক্ষাকর্মীরা বিক্ষোভকরীদের উপর উন্মুক্ত গুলিবর্ষণ করে। কাচেমকে পুলিশ বাহিনীর এ কাজের জন্য দায়ী করা হয়। তারা বিক্ষোভের সময় নিষ্ঠুর আচরণের জন্য সমালোচিত হয়েছে। দেশটির সরকার জানায়, এই সহিংসতায় ২১ জন নিহত হয়েছেন। যদিও শ্রমিক সংগঠন এবং মানবাধিকার সংস্থাগুলো বলছে সপ্তাহজুড়ে ৫০ জনেরও বেশি নিহত হয়েছে।

এদিকে, বিক্ষোভের সময় কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তার সঠিক সংখ্যা না দিলেও প্রধানমন্ত্রী বলেন, সবাইকে মুক্তি দেওয়া হয়েছে।

ঘানোউচি আরও বলেন, বিরোধী দল এবং বেসরকারি সংস্থা দুর্নীতির যে অভিযোগ তুলেছেন বিশেষ কমিশনের মাধ্যমে তা তদন্ত করা হবে।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।