ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১
পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১৭

ইসলামাবাদ: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী গাড়িবোমা হামলায় বুধবার পুলিশ ও সেনা সদস্যসহ ১৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২০ জন।

খবর বিবিসি।

উত্তরপশ্চিমাঞ্চলের বান্নু জেলার মেরিয়ান পুলিশ স্টেশনে বিস্ফোরকভর্তি একটি টয়োটা স্টাউট বিস্ফোরণে হতাহতের এ ঘটনা ঘটে।

বোমা হামলাকারী মেরিয়ান পুলিশ স্টেশনের মসজিদের দেয়ালে সজোরে গাড়ি ধাক্কা দিয়ে বিস্ফোরণ ঘটায়।

প্রত্যদর্শীরা জানান, গাড়িবোমা হামলার পর পুলিশ কমপাউন্ডের ভেতরের একটি মসজিদসহ ভবনের কয়েকটি অংশ ধসে পড়েছে।

হামলার সময় স্টেশনে ৫০ জনেরও বেশি পুলিশ কর্মকর্তা ছিলো।

নিহতরা সবাই কেন্দ্রীয় আধাসামরিক পুলিশ বাহিনী ‘ফ্রন্টিয়ার কোর’ এর সদস্য।

বাংলাদেশ সময়: ০৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।