ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় বন্যাক্রান্ত ১০ লাখ

উদ্ধার কাজে সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১
উদ্ধার কাজে সেনাবাহিনী

কলম্বো: শ্রীলঙ্কার উত্তর এবং পশ্চিমাঞ্চলীয় প্রদেশে প্রায় দশ লাখ বন্যাদুর্গত মানুষকে উদ্ধার করতে দেশটির হাজার হাজার সেনা সদস্য বৃহস্পতিবার বড় ধরনের উদ্ধারাভিযান শুরু করেছে। খবর সিএনএনের।



কর্তৃপক্ষ জানায়, এই বন্যায় ইতমধ্যে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। ২৮ হাজার সেনা হেলিকপ্টার এবং নৌকাযোগে বন্যা দুর্গতদের উদ্ধার করছে এবং তাদের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে। তামিল টাইগার বিদ্রোহীদের পরাজিত করতে দেড় বছর আগের অভিযানের পর এটাই সবচেয়ে বড় সেনা অভিযান।

শ্রীলঙ্কা সেনাবাহিনীর পশ্চিমাঞ্চলীয় কমান্ডার মেজর জেনারেল বনিফেস পেরেরা বলেন, ‘বন্যাক্রান্ত অঞ্চলে খাদ্য সরবরাহ ভালভাবেই চলছে। ’

তিনি আরও বলেন শিশু খাদ্য, মশা তাড়ানোর সরঞ্জাম, চিকিৎসা সরবরাহের যাবতীয় জিনিস বন্যাক্রান্ত অঞ্চলে পৌঁছানোর সকল ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, সেনাবাহিনীর অভিযান পরিদর্শনের জন্য দেশটির রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপাকসে বুধবার বন্যাদুর্গত এলাকায় সফর করেন। সফর শেষে কলম্বোতে ফিরে তিনি সরকারি কর্মকর্তাদের ত্রাণ তৎপড়তা বাড়ানোর নির্দেশ দেন।

কলম্বোতে শ্রীলঙ্কার দুর্যোগ মন্ত্রণালয়ের তথ্য মতে, চলমান এই ভয়াবহ বন্যায় তিনটি প্রদেশের কমপক্ষে ৯ লাখ ৬৬ হাজার ৬০০ জন আক্রান্ত হয়েছে। এছাড়াও ১ লাখ ৯৫ হাজার লোক গৃহহীন হয়ে এখন ক্যাম্পে দিন কাটাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।