ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে গুঁড়াদুধে মেলামিন মেশানোর অভিযোগে আটক ৯৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১
চীনে গুঁড়াদুধে মেলামিন মেশানোর অভিযোগে আটক ৯৬

বেইজিং: নিষেধাজ্ঞা সত্ত্বেও মেলামিন মিশিয়ে দুগ্ধজাত খাদ্যদ্রব্য উৎপাদন এবং তা বিক্রি করায় ৯৬ জনকে আটক করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বৃহস্পতিবার এ তথ্য জানায়।



দেশটির রাষ্ট্রীয় কাউন্সিলের ফুড অ্যান্ড সেফটি কমিটির কার্যালয়ের বরাত দিয়ে সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, দূষিত দুধ তৈরির সঙ্গে যুক্ত এরকম ৪০টি ঘটনা কর্তৃপক্ষ তদন্ত করেছে এবং সেখান থেকে সন্দেহভাজন ৯৬ জনকে জুলাইয়ে আটক করা হয়েছে। এছাড়াও কর্তৃপক্ষ সেসময় প্লাস্টিক তৈরিতে শিল্পরাসায়নিক হিসেবে ব্যবহৃত হয় এমন মেলামিনযুক্ত দুই হাজার ১৩২ টন গুঁড়াদুধও উদ্ধার করে।

দেশটির নিরাপত্তা কমিটি আটককৃতদের বিষয়ে জানায়, ১৭ জনকে ইতিমধ্যেই কারাদ- দেওয়া হয়েছে। যার মধ্যে দুজনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। আর অবশিষ্ট ৩৫ জন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।  

উল্লেখ্য, চীনে ২০০৮ সালে মেয়াদোত্তীর্ণ বা দূষিত গুঁড়াদুধ ব্যবহার করে কমপক্ষে ছয়জন শিশু নিহত হয় এবং আরও তিন লাখ অসুস্থ হয়ে পড়ে। এই প্রেক্ষিতে দেশটি খাদ্যে মেলামিন দেওয়া নিষিদ্ধ করে।

অবশ্য এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে চীনের খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা এবং রাষ্ট্রীয় পরিষদ  এ বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।