ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যারিজোনা হত্যাকাণ্ড

ওবামার নেতৃত্বে টুসানে শোকসভা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১
ওবামার নেতৃত্বে টুসানে শোকসভা

টুসান: অ্যারিজোনা অঙ্গরাজ্যের টুসান অঞ্চলে বন্দুকধারীর গুলিতে নিহতদের স্মরণে বুধবার আহূত জাতীয় শোকসভার নেতৃত্ব দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর এএফপির।



সভায় প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আমাদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিছুটা সময় নিয়ে চিন্তা করা এবং নিশ্চিত হওয়া আমরা যেন পরস্পর মিলিত হয়ে এই শোক কাটিয়ে উঠতে পারি। ’

অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে ঘণ্টা ব্যাপী এই শোকসভায় হাজার হাজার লোক উপস্থিত হয়ে নিহত ও আহতদের জন্য প্রার্থনা করেন।

গত শনিবার অ্যারিজোনার টুসান অঞ্চলে একটি সুপারমার্কেটের সামনে উন্মুক্ত সমাবেশ চলাকালে একজন বন্দুকধারী বন্দুক তোলে ধরে গুলি করা শুরু করে। এতে ডেমোক্র্যাট দলীয় মার্কিন কংগ্রেসের প্রতিনিধি গ্যাব্রিয়েল গিফোর্ডস মাথায় গুলিবিদ্ধ হন। এ সময় বন্দুকধারী ভীড়ের মধ্যে এলোপাথারি গুলি চালালে একজন ফেডারেল বিচারক এবং নয় বছরের মেয়ে শিশুসহ ছয়জন নিহত এবং আরও ১২ জন আহত হয়।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।