ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

টোকিও: জাপানে দক্ষণাঞ্চলে বৃহস্পতিবার রিখটার স্কেলে ৬ দশমিক ৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে মার্কিন ভূমিতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠান সূত্রে জানা যায়।



দেশটির প্রত্যন্ত বনিন দ্বীপের ২২০ কিলোমিটার পশ্চিমের চিচিশিমাতে স্থানীয় সময় সকাল প্রায় সাড়ে সাতটায় ভূমিকম্পটি আঘাত হানে। এসময় এর গভীরতা ৫২০ কিলোমিটার ছিল বলে ইউএসজিএস জানায়।  

তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া ভূমিকম্পের কারণে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জাপানের আবহাওয়া দপ্তর থেকেও নিশ্চিত করা হয়।  

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।