ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১
শ্রীলঙ্কার বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭

কলম্বো: শ্রীলঙ্কায় মৌসুমী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছেছে। বিপর্যকর এ প্রাকৃতিক দুর্যোগে দশ লাখেরও বেশি মানুষ এখনও গৃহহীন অবস্থায় দিন কাটাচ্ছেন।

দেশটির কর্তৃপক্ষ শুক্রবার একথা জানিয়েছেন।

সপ্তাহব্যাপী ভারী বর্ষণের কারণে দেশটির পশ্চিম ,দক্ষিণ এবং মধ্যাঞ্চলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি)। এছাড়া প্রাকৃতিক এ বিপর্যয়ে এখনও আরও ১২ জন নিখোঁজ আছেন বলেও জানা যায়।

ডিএমসির একজন মুখপাত্র বলেন, ‘বন্যার পানি কমতে শুরু করেছে। কিন্তু রাষ্ট্রীয় আশ্রয় কেন্দ্রগুলোতে এখনও মানুষ আসছেন। ’

বন্যায় ঘরবাড়ি প্লাবিত হওয়ায় দশ লাখেরও বেশি মানুষ তাদের ঘর ছেড়ে যেতে বাধ্য হন বলে জানা যায়। এর মধ্যে ৩ লাখ ৬৭ হাজার মানুষ রাষ্ট্রীয় আশ্রয়কেন্দ্রে এবং অন্যান্যরা তাদের আত্মীয়-বন্ধুর বাড়িতে আশ্রয় নেন বলে ওই মুখপাত্র জানান।

দেশে ইতিমধ্যে ৬৩৩টি পুনবার্সন কেন্দ্র স্থাপন করাসহ বন্যাক্রান্ত অঞ্চলে বৃহস্পতিবার থেকে উদ্ধার তৎপরতা দ্বিগুন করা হয়েছে।

ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তার জন্য নিরাপত্তা সংস্থা এরইমধ্যে বন্যা দুর্গত অঞ্চলে ৩ হাজার সৈন্য ও হেলিকপ্টার পাঠিয়েছে। এছাড়া জাতিসংঘসহ স্থানীয় এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোও ত্রাণ কাজে সহায়তা করছে।

বাংলাদেশ সময়: ১১৪৩ ঘণ্টা, ১৩ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।