ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে নতুন মন্ত্রিসভা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১
জাপানে নতুন মন্ত্রিসভা ঘোষণা

টোকিও: জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান শুক্রবার নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। অর্থনৈতিক সংস্কার ও মুক্ত বাণিজ্য নীতির উন্নয়নে দেশটির সরকার এ পদক্ষেপ নেন।

খবর এএফপির।

নতুন এ মন্ত্রীসভায় রাজস্ব নীতি, বাণিজ্য, বিচার এবং পরিবহনমন্ত্রী পদে পরিবর্তন আনা হয়েছে। তবে পররাষ্ট্র, অর্থ এবং প্রতিরক্ষামন্ত্রীর মত গুরুত্বপূর্ণ পদগুলো অপরিবর্তিত রাখা হয়েছে। নাওতো কান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটা তৃতীয়বারের মত মন্ত্রীসভার পরিবর্তন।

উয়সুহিতো সেনগোকুর পরিবর্তে মন্ত্রীসভার প্রধান সচিব হিসেবে নিয়োগপ্রাপ্ত ইয়ুকিয়ো ইদানো বলেন, ‘জাপান এবং ডিপিজে সরকারের জন্য জটিল এক সময়ে মন্ত্রীসভা সংস্কারের ঘটনা ঘটলো। ’

‘এখানে আমরা নতুন ও পুরাতনদের ভারসাম্য দেখতে পাচ্ছি। এর মধ্য দিয়ে প্রত্যেকে তাদের সর্বোচ্চ সফলতা দেখাতে পারবেন। ’  

সচিব ছাড়াও নাওতো কান তার বাণিজ্যমন্ত্রী আকিহিরো ওহাতারও পদেও নতুন নিয়োগ দেন। জাপান সরকারের যুক্তরাষ্ট্র সমর্থিত আন্তঃপ্রশান্তমহাসাগরীয় অংশীদারিত্বে যোগ দেওয়া বিষয়ে আকিহিরো অনীহা প্রকাশ করার পরিপ্রেক্ষিতেই তার জায়গায় বানরি কায়েদাকে নিয়োগ দেন কান।

নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে আছেন- অর্থ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী বানরি কায়েদা, বিচারমন্ত্রী সাতসুকি এদা, ভূম, অবকাঠামো, পরিবহন ও পর্যটনমন্ত্রী আকিহিরো ওহাতা, অর্থনীতিক ও রাজস্বনীতি ও করমন্ত্রী কাওরো ইয়ুসানু, মন্ত্রীসভার প্রধান সচিব ইয়ুকিয়ো ইদানো এবং জননিরাপত্তা, উত্তর কোরীয়দের অপহরণ সংক্রান্ত মন্ত্রী কানসেই নাকানো।
 
জাপানের সম্রাট আকিহিতো নতুন মন্ত্রীসভাকে শপথ গ্রহণ করাবেন বলে গণমাধ্যম সূত্রে জানা যায়।

এর আগে আসন্ন এ সংস্কারকে সামনে রেখে পদত্যাগ করে জাপানের মন্ত্রিসভা।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।