ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তিউনিশিয়া: আরেক মেয়াদে ক্ষমতায় না আসার ঘোষণা প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১
তিউনিশিয়া: আরেক মেয়াদে ক্ষমতায় না আসার ঘোষণা প্রেসিডেন্টের

তিউনিশ: তিউনিশিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট জাইন এল আবিদিন বিন আলি শুক্রবার আরেক মেয়াদে ক্ষমতায় না আসার ঘোষণা দিয়েছেন। তার এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিরোধী দল।

খবর এএফপির।

শুক্রবার দেওয়া বক্তৃতায় পরবর্তী মেয়াদে ক্ষমতায় না থাকাসহ রাজনৈতিক  ব্যবস্থা আরও সহজ করার বিষয় অঙ্গীকার করেন প্রেসিডেন্ট। খবর এএফপির।

বেকারত্ব ও জীবনমানের ব্যয় বেড়ে যাওয়ার প্রতিবাদে মাসব্যাপী ধরে চলা দাঙ্গা সংঘাতপূর্ণ পরিস্থিতি শান্ত করতে টেলিভিশনে হাজির হন প্রেসিডেন্ট।

প্রেসিডেন্টের ভাষণ বিষয়ে তিউনিশিয়ার প্রগ্রেসিভ ডেমোক্রেটিক দলের নেতা মোহাম্মেদ নেজিব চেবি বলেন, ‘প্রেসিডেন্টের ক্ষমতার জন্য প্রতিদ্বন্দ্বিতা না করা সবচেয়ে ইতিবাচক দিক। ’

ভাষণে প্রেসিডেন্ট বিন আলি ২০১৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করাসহ বিক্ষোভকারীদের বিরুদ্ধে তার বাহিনীর আর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার বিষয়ে অঙ্গীকার করেন। সাম্প্রতিক দাঙ্গায় ৬৬ জন নিহত হয়েছেন বলে মানবাধিকার কর্মীরা দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট এ অঙ্গীকার করেন।     
 
একইসঙ্গে তথ্য ও ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দেওয়া এবং এ খাত সংস্কারেরও অঙ্গীকার করেন বেন আলি। এসময় আগে বন্ধ করে দেওয়া ইউটিউবের ৗপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘আমি আবারও বলছি যে আমি গণতন্ত্র জোরদার করাসহ দেশে আবারও বহুত্ববাদ চালু করবো। ’ এছাড়াও দুধ, রুটি এবং চিনির মতো প্রধান খাদ্যদ্রব্যের দাম কমানোর বিষয়েও অঙ্গীকার করেন প্রেসিডেন্ট।

প্রেসিডেন্টের ভাষণকে স্বাগত জানান সংসদ সদস্যসহ, মানবাধিকারকর্মী ও বিরোধী দলের নেতারা। মানবাধিকারকর্মী বুশরা বেল হাজি বলেন, ‘বেন আলি নিজেকে এবং আমাদের মুক্ত করেছেন। ’

তবে অনেকে আবার বিপরীত প্রতিক্রিয়াও ব্যক্ত করেন। অপর মানবাধিকারকর্মী মোহাম্মদ আবু বলেন, ‘আমি প্রেসিডেন্টের কথা বিশ্বাস করি না। তিনি এমন সব অঙ্গীকার করে আমাদের বোকা বানিয়েছেন যার কোনো ভবিষ্যৎ নেই। ’

গত ২৩ বছর ধরে উত্তর আফ্রিকার দেশটি শাসন করা অনুতপ্ত বেন আলি (৭৪) ক্ষমতা ছেড়ে দেওয়া বিষয়ে বলেন, ‘সারা জীবন প্রেসিডেন্ট থাকতে আমি রাজি নই এবং সংবিধানে দেওয়া বয়সসীমা পরিবর্তনের বিষয়টিও আমি বাতিল করে দিয়েছি। ’

এর আগে বিক্ষোভকারীদের ওপর পুলিশি আক্রমণে হতাহতের ঘটনায় চাপের মুখে তিউনিশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট। একইসঙ্গে বেকারদের জন্য আরও তিন লাখ কাজের ক্ষেত্র তৈরিরও অঙ্গীকার করেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।