ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

শতায়ু জমজ বোন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১১
শতায়ু জমজ বোন!

বারব্যাংক: আজ থেকে শতবর্ষ আগে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেছিলেন ইনেজ হ্যারিস এবং ভেনিস শ নামের জমজ দুই বোন। তারা এখনও লসএঞ্জেলেসে বাস করছেন।

শনিবার তাদের ১০০তম জন্মবার্ষিকী।

হ্যারিস এবং শ ১৯১১ সালের ১৫ জুলাই পাসাদেনা অঞ্চলে জন্মগ্রহণ করেন। তাদের বাবা উইলিয়াম হেসের একটি ফলমূলের খামার চালাতেন।

লকহিড ফেডারেল ক্রেডিট ইউনিয়ন আয়োজিত একটি অভ্যর্থনা অনুষ্ঠানে বুধবার জমজ বোনের একজন বলেন, ‘নিজেকে শতবর্ষী মনে হয় না কখনো। ৮০ বছর বয়সী কারও নিজেকে বৃদ্ধ মনে হয় না। ’  ক্রেডিট ইউনিয়নে হ্যারিসের কয়েক দশক ধরে একটি অ্যাকাউন্ট রয়েছে।

জীবনের সুদীর্ঘ সময়ে এই দুবোন একসঙ্গে অনেক কাজ করেছেন। যখন তারা স্কুলের পড়তেন তখন সবাই তাদের ‘টুইনি’ বলে ডাকত। ১৯১৭ সালে তারা রোজ বাওয়েল প্যারেডে অংশ নেন, ১৯১৮ সালের ইনফুয়েঞ্জা মহামারী এবং ১৯৩৮ সালে সানফার্নান্দোর বন্যা থেকেও রক্ষা পান। এছাড়াও তারা বিভিন্ন ভ্রমণ এবং অভিযানে একসঙ্গে অংশ নেন। সম্প্রতি তারা মিসিসিপি এবং আলাস্কার প্রমোদতরীতে একসঙ্গে ভ্রমণ করেন।

তাদের জন্মদিন উপলক্ষ্যে রোববার সান ফার্নান্দোতে বড় ধরনের পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, ১৪ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।