ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে বাস নদীতে: মৃত ১৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১

লক্ষ্ণৌ: ভারতে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে কমপক্ষে ১৪ জন মারা গেছেন। দেশটির উত্তর প্রদেশে শনিবার এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা যায়।



বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ২৪ জন যাত্রী নিয়ে রাজ্যের পূণ্যভূমি বারানসির নিকটবর্তী বারুনা নদীতে পড়ে যায় বলে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা আইজে শুকা জানান।

দুর্ঘটনায় আহত আরও আট জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ভারতে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে বলে বিশ্বস্বাস্থ্য সংস্থা সূত্রে জানা যায়। মূলত দ্রুতগতি, বেপরোয়া গাড়ি চালানো এবং রাস্তার বেহাল দশাই এসব দুর্ঘটনার জন্য দায়ী।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।