ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘বন্যা ও ভূমিধস’

ব্রাজিলে নিহতের সংখ্যা ৬১০, উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১
ব্রাজিলে নিহতের সংখ্যা ৬১০, উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী

রিও ডি জেনিরো: ব্রাজিলের গত কয়েকদিনের বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা কমপক্ষে ৬১০ বলে দাবি করেছেন দেশটির সরকারি কর্মকর্তারা। রিও ডি জেনিরো রাজ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্ত তেরেসোপলিসে উদ্ধার তৎপরতায় সেনাবাহিনীকেও নামানো হয়েছে।



উদ্ধার তৎপরতা চলছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কাও করা হচ্ছে।
এদিকে রিও ডি জেনিরোর পাশ্ববর্তী নোভা ফ্রিবুরগোতে মরচুয়ারি সঙ্কটে অজ্ঞাত পরিচয়ের নিহতদের দাফন করা হচ্ছে বলে জানা গেছে।

গভর্নর সার্জিও কাবরাল বিপর্যয় কবলিত রাজ্যে ৭দিনের শোক ঘোষণা করেছেন।

তেরোপোলিসে নেতৃত্বদানকারী কমান্ডার মেজর আলেকজান্দ্রে অ্যারাগন জানান, তারা উদ্ধার তৎপরতা,জনজীবন স্বাভাবিক করাসহ লুটপাট যেনো কেউ করতে না পারে সেই কাজটি করবেন। প্রায় ১’শ সেনাকে কিউইবা উপত্যকা এলাকায়ও পাঠানো হয়েছে।


দেশটির কর্মকর্তারা গত শুক্রবার  গণমাধ্যমকে জানান,  ব্রাজিলের ইতিহাসে এটিই সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।   এরইমধ্যে  নতুন প্রেসিডেন্ট দিলমা রুসেফ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে জরুরি ত্রাণ সাহায্যও।

বন্যা ও ভূমিধসে সেরানা, পেট্রোপোলিস ও তেরেসোপোলিস, নোভো ফ্রিবুরগো শহর সবচেয়ে বেশি তিগ্রস্ত হয়।  

উল্লেখ্য, ব্রাজিলের এ প্রাকৃতিক বিপর্যয় ১৯৬৭ সালে দেশটির উপকূলীয় শহর কারাগুয়াতাতুবা অঞ্চলের ভূমিধস থেকেও ভয়াবহ বলে দেশটির অন্যতম সম্প্রচার মাধ্যম গ্লোবোনিউজ এবং ইউওএল জানায়। ভয়াবহ ওই ভূমিধ্বসে ৪৩৬ জন লোক নিহত হন।

বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, ১৬ জানুয়ারি ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।