ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এবার দ. কোরীয় জাহাজ ছিনতাই করল সোমালি জলদস্যুরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১
এবার দ. কোরীয় জাহাজ ছিনতাই করল সোমালি জলদস্যুরা

সিউল: সোমালিয়ার সন্দেহভাজন জলদস্যুরা এবার দক্ষিণ কোরিয়ার একটি মালবাহী জাহাজ ছিনতাই করেছে। ভারত মহাসাগর থেকে শনিবার ২১ জন ক্রুসহ জাহাজটি ছিনতাই করা হয় বলে দক্ষিণ কোরীয় ও ইউরোপীয় কর্মকর্তারা জানান।



ওমানের মাসকাট বন্দরের ৩৫০ নটিক্যাল মাইল দক্ষিণপূর্বে ভারত মহাসাগর থেকে জাহাজটি ছিনতাই করা হয়। এসময় তেলবাহী জাহাজটিতে দক্ষিণ কোরিয়ার আটজন, ইন্দোনেশিয়ার দু’জন এবং মিয়ানমারের ১১ জন ক্র ছিলেন।

নরওয়ের একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন জাহাজটি দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসান ভিত্তিক সামহো শিপিং প্রতিষ্ঠান পরিচালনা করে। ইউরোপীয় ইউনিয়নের জলদস্যুতা বিরোধী অভিযান ‘ইইউ নাভফর’ একটি বিবৃতিতে এ তথ্য জানায়।     

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বার্তাসংস্থা এএফপিকে জানায়, ‘জাহাজটির বর্তমান অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। ’

ছিনতাইয়ের আগে সামহো জুয়েলরি নামের জাহাজটি সংযুক্ত আরব আমিরাত থেকে শ্রীলঙ্কা যাচ্ছিল বলে সিউল ভিত্তিক বার্তাসংস্থা ইয়োনহাপ জানায়।

তবে জাহাজটির প্রকৃত ওজন সম্পর্কে সঠিক তথ্য জানা যায়নি। জাহাজটি ১০ হাজার টন বলে দক্ষিণ কোরীয় সূত্রে জানা গেলেও এর ওজন ১৯ হাজার ৬০৯ টন বলে ইইউর নৌ অভিযান সূত্রে জানা যায়।

এর আগে দক্ষিণ কোরিয়ার একই নৌযান প্রতিষ্ঠানের আরেকটি মালবাহী জাহাজ সোমালিয়ার জলদস্যুরা সাত মাস আটকে রাখে। এ ঘটনার মাত্র দু’মাস পরই আবার ছিনতাইয়ের এ ঘটনা ঘটলো।

সেসময় রেকর্ড ৯০ লাখ ডলার মুক্তিপণের মধ্য দিয়ে সামহো ড্রিম নামের ওই জাহাজ ও ২৪ জন ক্রুকে মুক্ত করে আনা হয়।       

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।