ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ার বন্যা: আবাসভূমি সংকটে কোয়ালা, ক্যাঙ্গারু...

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১
অস্ট্রেলিয়ার বন্যা: আবাসভূমি সংকটে কোয়ালা, ক্যাঙ্গারু...

ব্রিসবেন: অস্ট্রেলিয়ার বন্যায় ভাসমান ধ্বংসস্তুপের সঙ্গে সেঁটে আছে সাপ, বাড়ির কাছে ওঁত পেতে আছে কুমির এবং রাস্তায় সাঁতার কাটছে হাঙ্গর! কিন্তু এর থেকেও অনেক বেশি পশুপাখি প্রলয়ঙ্কারী এ বন্যায় প্রাণ হারিয়েছে। বিশেষজ্ঞরা এ তথ্য জানান।



অস্ট্রেলিয়ার উত্তরপূর্বাঞ্চলকে প্লাবিত করা বিপর্যয়কারী এ বন্যা ক্যাঙ্গারুর বুকে-থলেতে থাকা বাচ্চাগুলোকে ভাসিয়ে নিয়েছে, ক্যাঙ্গারুগুলো এতে আটকে পড়ে ুধায় মৃত্যুবরণ করেছে। এছাড়াও কোয়ালাসহ বহু প্রাণী খাবার ও আবাসভূমির সংকটে পড়েছে।

বন্যার পানি ভাসিয়ে নিয়ে গেছে টিকিটিকিসহ অসংখ্য ব্যাঙ, আর চারদিকে বিস্তার করেছে সাপের রাজত্ব। এটি দেশটির বিরল প্রাণবৈচিত্রের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে বলে অস্ট্রেলীয় পশুরোগসংক্রান্ত সংস্থা সতর্ক করে দেয়।

বন্যপ্রাণী বিশেষজ্ঞ রবার্ট জনসন বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘খুব দ্রুতই প্রাণীগুলো মৃত্যুবরণ করতে যাচ্ছে। কিন্তু দীর্ঘমেয়াদি প্রভাবটি হচ্ছে এর মধ্যে যে প্রাণীগুলো বেঁচে থাকবে সেগুলো আবাসভূমির সংকটে পড়বে। ’

এর মধ্যে বন্যার কারণে শিকার ও আবাসভূমির অভাবে বিশেষত ক্যাঙ্গারু ও ওয়ালাবি জাতীয় প্রাণীগুলো আগামী কয়েক মাসের মধ্যে মারা যাবে বলেও সতর্ক করে দেন তিনি।

নোংরা লালচে পানি কুইন্সল্যান্ডের উপকূল থেকে কচ্ছপের ডিম ভাসিয়ে নিয়ে গেছে এবং ব্যাঙের আবাসভূমির জন্যও এ বন্যা হুমকি হিসেবে দেখা দিয়েছে। অর্থাৎ এর মধ্য দিয়ে চলতি বছর এ জাতের প্রাণীর সংখ্যা তাৎপর্যপূর্ণভাবে হ্রাস পাবে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।