ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি পৌর নির্বাচনে নারীদের প্রার্থিতার দাবিতে প্রচারাভিযান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১
সৌদি পৌর নির্বাচনে নারীদের প্রার্থিতার দাবিতে প্রচারাভিযান

রিয়াদ: সৌদি আরবে আসন্ন পৌর (মিউনিসিপ্যাল) নির্বাচনে নারীদের প্রার্থিতা অনুমোদনের দাবিতে একদল অ্যাক্টিভিস্ট প্রচারাভিযান শুরু করেছে। খবর স্ট্রেটসটাইমসের।



সংগঠনকরা জানান, ‘মাই কান্ট্রি’ নামের এ প্রচারাভিযান রোববার শুরু হয়েছে। এর আগে স্থানীয় সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে। এরপর সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোয় এ বিষয়ে তৎপরতা শুরু হয়।

প্রার্থিতা দূরের কথা সৌদি আরবে নারীদের ভোট দেওয়ারই অধিকার নেই। সৌদি সংবাদপত্রগুলোয় জানানো হয়েছে, সরকার নারীদের ভোটাধিকারের ব্যাপারে পরিকল্পনা করছে। তবে আগামী এপ্রিলে অনুষ্ঠেয় পৌর নির্বাচনে নারীদের প্রার্থিতা অনুমোদনের পরিকল্পনা সরকারের নেই।

সৌদি সরকার গত দুই বছর ধরে পৌর নির্বাচন স্থগিত রেখেছে। ২০০৫ সালে দেশটিতে সর্বপ্রথম পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সৌদিতে মোট ১৭৮টি পৌর এলাকায় নির্বাচন হয়। দেশটির কোনো পার্লামেন্ট নেই, রাজনৈতিক দল করা নিষিদ্ধ।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।