ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সহিংসতা রোধে করাচিতে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

ইসলামাবাদ: পাকিস্তানের করাচি শহরে কারফিউ জারি করা হয়েছে। সহিংসতা ও উদ্দেশ্যমূলক হত্যাকা- রোধে রোববার এ কারফিউ জারি করা হয় বলে মন্ত্রী জানান।



সিন্ধুর মুখ্যমন্ত্রী কাইয়ুম আলি শাহের সঙ্গে এক বৈঠকের পর কারফিউ জারির ঘোষণা দেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক।  

গত পাঁচদিনে দেশটির দক্ষিণের এ বন্দর নগরে সংঘটিত সহিংসতা ও হত্যাকা-ে এ পর্যন্ত কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন।

কারফিউ জারির ঘোষণার পর সাংবাদিকদের মালিক বলেন, ‘সহিংসতাপূর্ণ এলাকায় কারফিউ জারির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং একইসঙ্গে এ এলাকায় পুলিশ ও আধাসামরিক বাহিনী যৌথভাবে অনুসন্ধান অভিযান পরিচালনা করবে। এটা পরিস্থিতি উন্নত করতে সাহায্য করবে। ’

কারও নাম উল্লেখ না করে তিনি আরও বলেন, ‘দেশের অর্থনীতির মেরুদ- হিসেবে পরিচিত এ শহরকে অচল করে দিতে কিছু বাইরের শক্তি এখানে কাজ করছে। আমি পরিষ্কার করে বলতে চাই, ‘আমরা এটা সহ্য করবো না এবং সত্যিকার অপরাধীদের অবশ্যই খুঁজে বের করবো। ’

সিন্ধুর মুখ্যমন্ত্রী শাহ বলেন, ‘বেপরোয়া পরিস্থিতির জন্য প্রয়োজন বেপোরোয়া পদক্ষেপ এবং নতুন নিরাপত্তা ব্যবস্থা সহিংসতা হ্রাস করবে বলে আমরা আশা করছি। পুলিশ এ বিষয়ে সচেষ্ট এবং এ বিষয়ক তদন্তেও অনেক অগ্রগতি হয়েছে। ’

পাকিস্তানের বাণিজ্যিক শহর করাচি দশকের বেশি সময় থেকে উদ্দেশ্যমূলক হত্যাকাণ্ডের শিকার। মূলত উর্দুভাষী জনগোষ্ঠীর রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) এবং পশতু ভাষীদের দল দ্য আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) নামের দল দুটির ক্ষমতা দ্বন্দ্বই এ বিশৃঙ্খলা ও হত্যাকাণ্ডের কারণ।

বর্তমানে দল দু’টি পাকিস্তানের ক্ষমতাসীন পিপলস পার্টির মিত্র হওয়ায় এ শহরের শান্তি ফিরিয়ে আনা আরও কঠিন হয়ে পড়েছে।    

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।