ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলে বিমান বিধ্বস্ত: নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

রিও ডি জেনিরো: ব্রাজিলের মধ্যাঞ্চলের পার্বত্য এলাকায় শুক্রবার রাতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ৬ আরোহীর সবাই নিহত হয়েছেন । শনিবার একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।



অগ্নিনির্বাপণ কর্মীরা জানান, বিমানটি শুক্রবার রাতে গইয়াস প্রদেশের সেনাডর কানেডো শহরের কাছে এক ইঞ্জিনবিশিষ্ট বিচ-২২ মডেলের বিমানটি অবতরণস্থল থেকে ১৬ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়। বিমানটি রাজধানী ব্রাসিলিয়া থেকে গইয়ানিয়া যাচ্ছিল। ৬টি মৃতদেহই উদ্ধার করা হয়েছে।

নিহতদের মধ্যে পার্শ্ববর্তী টকানটিন্স প্রদেশের গর্ভনর হোসে উইলসন সিকুয়েরা ক্যাম্পস ১২ বছরের নাতি গ্যাব্রিয়েল মার্কেস সেকুয়েরা ক্যাম্পস রয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।