ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

প্রবীণ আফ্রিকান-আমেরিকানের ১১৩ বছর বয়সে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

লুইজিয়ানা: মিসিসিপি উইন নামের সবচেয়ে প্রবীণ আফ্রিকান-আমেরিকান বংশোদ্ভূত একজন নারী শুক্রবার লুইজিয়ানা অঙ্গরাজ্যে মারা গেছেন। তার বয়স হয়েছিল ১১৩ বছর।



৫০ লাখ মানুষের মধ্যে মাত্র একজন ব্যক্তিই ১১০ বছরের বেশি বেঁচে থাকেন। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই ১১০ বছরের বেশি বয়স্ক জীবিত লোকের সংখ্যা ৬০ জন। সারা বিশ্বে এই সংখ্যা ৩০০। মজার ব্যাপার হচ্ছে, ১১০ বছর বয়সী জীবিত ব্যক্তির ১০ জনের ৯ জনই নারী।

মনে করা হয়, উইন-ই সবচেয়ে বয়স্ক প্রবীণ আফ্রিকান-আমেরিকান। তাকে সুইটি নামেও ডাকা হতো। তার আত্মীয়রা জানান, বার্ধক্যজনিত কারণে গত কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন।

শনিবার তার চিকিৎসক জানান, উইনের শারীরিক গড়ন বেশ সুঠাম ছিল। তবে শেষের দিকে দ্রুত তার শরীরের অবনতি ঘটতে থাকে।

উইন ১৫ সন্তানের জননী। উইনের বোনও ১০০ বছর আয়ু পেয়েছেন। তার ভাই ৯৫ বছর বেঁচে ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।