ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তিউনিশিয়ায় নতুন সরকার আসছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১
তিউনিশিয়ায় নতুন সরকার আসছে

তিউনিশ: তিউনিশয়ার অন্তবর্তীকালীন নেতৃত্ব সোমবার দেশটির নতুন ঐকমত্যের সরকার ঘোষণা করতে যাচ্ছে। বিরোধীদলীয় একজন নেতা এ তথ্য জানান।

খবর এএফপির।

বিরোধীদলীয় ওই নেতা বার্তা সংস্থা এএফপিকে বলেন, সোমরার নতুন সরকার ঘোষণা করা হবে। তবে সাবেক প্রেসিডেন্ট জাইন আল-আবিদিন বেন আলির অনুগত দলকে সরকারের বাইরে রাখা হবে।

টানা ২৩ বছর তিউনিশিয়ার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকার পর জাইন আল-আবিদিন বেন আলি বিক্ষোভের মুখে গত শুক্রবার সপরিবারে পালিয়ে গিয়ে সৌদি আরবে আশ্রয় নিয়েছেন।

বিরোধী প্রোগ্রেসিভ ডেমোক্র্যাটিক দলের প্রধান মায়া জ্রিবি বলেন, ‘সরকারি দলকে বাদ দিয়ে ঐকমত্যের ভিত্তিতে সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’

প্রধামন্ত্রী মোহাম্মদ ঘানৌচি নিরাপত্তার রক্ষার্থে নিরাপত্তা বাহিনীকে ‘জিরো টলারেন্স’ দেখাতে নিদের্শ দিয়েছেন।  

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন তিউনিশিয়ার অন্তবর্তীকালীন সরকারের প্রশংসা করেন এবং সত্যিকারের প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের আহ্বান জানান।

আরব বিশ্বের ইতিহাসে বেন আলিই প্রথম নেতা যিনি প্রতিবাদের মুখে ক্ষমতাচ্যুত হলেন ।  

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।