ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে সেনা-তালেবান লড়াই নিয়ে টিভি নাটক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১
পাকিস্তানে সেনা-তালেবান লড়াই নিয়ে টিভি নাটক

ইসলামাবাদ: পাকিস্তানে জঙ্গিবাদ নিমূর্ল করতে সেনাবাহিনী ও তালেবান জঙ্গিগোষ্ঠীর মধ্যকার লড়াই তুলে ধরে ধারাবাহিক নাটক নির্মাণ করা হয়েছে। খবর এনডিটিভির।



লড়াই লাখ লাখ মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এ নাটকে সেনাবাহিনীর বীরত্ব গাঁথা তুলে ধরা হয়েছে। একইসঙ্গে জঙ্গিবাদ রুখতে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

নাটকে দেখানো হয়েছে, জঙ্গিদের বিরুদ্ধে সেনা সদস্যরা অভিযান পরিচালনা করে জয় লাভ করেছে। সেনাবাহিনীর অর্থায়নে তৈরি নাটকে সন্ত্রাসবিরোধী তৎপরতাকে ইতিবাচকভাবে তুলে ধরা হয়েছে।

এ নাটকে বিশেষ করে, পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে ২০০৯ সালে অভিযান চালানোর সময় জঙ্গি চেকপয়েন্টে নিহত সেনা হাওয়ালদার নাইম আসগরের বীরত্ব তুলে ধরা হয়েছে।

নাটকে বলা হয়, দেশপ্রেমিক আসগর সন্ত্রাসী সংগঠন তালেবানকে নিমূর্ল করতে নিজের জীবন উৎসর্গ করেন।

ধারাবাহিক নাটকটির একজন লেখক সাজ্জাদ সাজি বলেন, যে কেউই জঙ্গিদের বিরুদ্ধে ভূমিকা রাখতে পারেন। আসগর নিহত হওয়ার ঘটনা পাকিস্তানের মানুষের কাছে অতি পরিচিত।

মিনগোরা শহরে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় আসগর তাদের ঘাঁটি ধ্বংস করেন এবং মারা যানা।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।