ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার শেষ জার হত্যাকাণ্ড

লেনিনের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১
লেনিনের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই

মস্কো: রাশিয়ার শেষ জার দ্বিতীয় নিকোলাস ও তার পরিবারকে হত্যার আদেশ ভ্লাদিমির লেনিন যে দিয়েছিলেন এরকম কোনো প্রমাণ না পাওয়ায় দীর্ঘদিন ধলে চলা এ সংক্রান্ত তদন্তের সমাপ্তি টানা হয়েছে। প্রধান তদন্তকারী সোমবার এ তথ্য জানান।

খবর এএফপির।

প্রধান তদন্তকারী ভ্লাদিমির সলোভিয়ভ ইজভেস্তিয়া দৈনিককে জানান, ইতিহাসবিদ ও সংশ্লিষ্ট মহাফেজখানার দায়িত্বশীল কর্মকর্তারা বলভেশিক নেতা ও রুশ বিপ্লবের নায়ক লেনিনের বিরুদ্ধে এরকম কোনো প্রমাণ পাননি। তিনি বলেন, আঞ্চলিক কর্মকর্তা ইয়াকভ সভের্দলভ ১৯১৮ সালে জারের পরিবারকে হত্যার এ আদেশ দেওয়ার যে অভিযোগ রয়েছে তার প্রমাণও পাওয়া যায়নি।

ভ্লাদিমির সলোভিয়ভ বলেন, ‘এ সংক্রান্ত তদন্ত কাজে শীর্ষ স্থানীয় বিশেষজ্ঞ, ইতিহাসবিদ ও সংশ্লিষ্ট মহাফেজখানার তত্ত্বাবধায়করা অংশ নেন। আর আমি পূর্ণ বিশ্বাসের সঙ্গে বলতে পারি, লেনিন বা সভের্দলভ যে এই হত্যাকাণ্ডে প্ররোচনা দিয়েছিলেন এর পক্ষে আজ আর কোনো বিশ্বস্ত প্রমাণ নেই। ’

গত ১৪ জানুয়ারি রাশিয়া এ হত্যাকা- ফৌজদারি তদন্তে সমাপ্তি টানে। এর আগে জারের বর্তমান প্রজন্মের অনুরোধে গত বছর এ তদন্ত পুনরায় শুরু হয়।

রুশ বিপ্লবের পরে ১৯১৮ সালের ১৭ জুলাই জার দ্বিতীয় নিকোলাস, তার জার্মান স্ত্রী আলেক্সান্দ্রা ও তাদের পাঁচ ছেলেমেয়েকে ইয়েকাতেরিনবার্গের উড়াল অঞ্চলে একটি বাড়ির ভূগর্ভস্থ ঘরে গুলি করে হত্যা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।