ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে কানাডীয়রা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১
পাকিস্তানে জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে কানাডীয়রা

টরন্টো: প্রায় ডজনখানেক কানাডার নাগরিক পাকিস্তানে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং জিহাদের জন্য আল-কায়েদার ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছে। এ সংক্রান্ত একটি তথ্য জানার পর কানাডার সরকার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে।

খবর এনডিটিভি ও ডনের।

হংকংয়ের এশিয়া টাইমস অনলাইন একটি প্রতিবেদনে জানায়, এক ডজন কানাডার নাগরিক পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে লুকিয়ে আছে। তারা সেখানে কানাডায় মুম্বাইয়ের মতো হামলা করতে আল-কায়েদা ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছে। কানাডার মাটিতে হামলার জন্য পশ্চিমাঞ্চলীয় বিদ্রোহীদের ব্যবহার করাই আল-কায়েদাদের মূল লক্ষ্য ।

এই প্রতিবেদনে আরও বলা হয় এই ১২ জন কানাডার নাগরিক ২০১০ এর ফেব্রুয়ারিতে আফগানিস্তানে আসে এবং সেখানে মিশরের জঙ্গিগোষ্ঠী জিহাদ আল-ইসলামিতে যোগ দেয়। এরপর নভেম্বরে তাদের উত্তর ওয়াজিরিস্তান সীমান্তের কাছে নিষিদ্ধ অঞ্চল দারপাখেলে অস্ত্র প্রশিক্ষণের জন্য নিয়ে যাওয়া হয়।

কানাডার কর্তৃপক্ষ জানায়, তারা এই বিষয়টি সম্পর্কে জেনেছেন। এই প্রতিবেদনটির ‘সত্যতা এবং বিশ্বাসযোগ্যতা’ যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তারা জানায়।

উল্লেখ্য, কানাডায় ২০০৬ সালে টরন্টো-১৮ সন্ত্রাসী হামলা পরিকল্পনা ব্যার্থ হয়। এরপর দেশটি যুক্তরাষ্ট্রের নের্তৃত্বে আফগান যুদ্ধে অংশ নিলেও জিহাদিদের আর কোনো হুমকির সম্মুখীন হয় নি।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।