ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতে এক বছরে ১৭ হাজার কৃষকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১

নয়াদিল্লি: ভারতে ২০০৯ সালে ১৭ হাজারের বেশি কৃষকের মৃত্যু হয়েছে যা এর ্আগের বছরের চেয়ে সাত গুণ বেশি। ভারত সরকার প্রকাশিত নতুন এক জরিপে এই তথ্য জানা গেছে।

স্ট্রেটস টাইমস সোমবার এ খবর প্রকাশ করেছে।

দেশটির দ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) ‘ভারতে আত্মহত্যা এবং দুর্ঘটনায় মৃত্যু’ শিরোনামে একটি গবেষণাপত্র প্রকাশ করে।   এই গবেষণায় বলা হয়, মহারাষ্ট্র, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে মৃত্যুর হার সবচেয়ে বেশি।

এই গবেষণায় বলা হয়, দক্ষিণ এবং উত্তরাঞ্চলীয় রাষ্ট্রগুলোতে অনেক কৃষক ২০০৯ সালে ঋণের জালে জড়িয়ে পড়ে। ফসল ধ্বংস এবং মাঠ নষ্ট হয়ে যাওয়ার কারণে ৩৭ বছর ধরে কৃষকরা এই ঋণ নিয়ে আসছে।

টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্স ২০০৯ সালে জানায়, শহরগুলোতে অর্থনেতিক উন্নয়ন থাকা সত্ত্বেও প্রতি তিনজন ভারতীয়র মধ্যে দুইজন বেঁচে থাকে এবং এদের মধ্যে অনেকে প্রান্তিক অঞ্চলেও কাজ করে। এদের মধ্যে গত দশকে এক লাখ ৫০ হাজার কৃষক আত্মহত্যা করেছে।

উল্লেখ্য, বলিউড তারকা আমির খানের প্রতিষ্ঠানের তৈরি ‘পিপলি লাইভ’ চলচ্চিত্রের মাধ্যমে কৃষকদের এই আত্মহত্যার ঘটনা সবার নজরে আসে।

বাংলাদেশ সময়: ২০০৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।