ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

তিউনিশিয়ার নতুন সরকারে একজন ব্লগার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১১
তিউনিশিয়ার নতুন সরকারে একজন ব্লগার

তিউনিশ: তিউনিশিয়ার নতুন সরকারে একজন ব্লগারকে যুব এবং ক্রীড়ামন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির বর্তমান সরকার সোমবার এ ঘোষণা দেয়।



ওই ব্লগারের নাম সিøম অ্যামামাও। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট জাইন আল-আবেদিন বেন আলির সময়ে তাকে গ্রেপ্তার হয়েছিলেন।

স্লিম অ্যামামাও বেন আলির শাসনকালের সর্বশেষ দিনে গ্রেপ্তার হন। বেন আলি তীব্র বিক্ষেভোর মুখে তার ২৩ বছরের ক্ষমতা ছেড়ে সৌদি আরবে পালিয়ে যান।

বেন আলি দেশটির ক্ষমতার শীর্ষে থাকার অভিপ্রায়ে ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ অনেকটা শিথিল করেন।

অ্যামামাও খুবই পরিচিত একজন ব্লগার যাকে সরকারের ওয়েবসাইট হ্যাকিংয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও তিনি এ অভিযোগ তিনি অস্বীকার করেন। বিক্ষোভ আয়োজন, সরকার পতন ও এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামত তুলে ধরতে ইন্টারনেট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এদিকে, তিউনিশিয়ার সরকার দেশটির সংস্কৃতি মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে মউফিদা তøাতলি নামের একজন বিখ্যাত চলচ্চিত্র পরিচালককে। যিনি তার ‘দ্য সাইলেন্স অব দ্য প্যালেস’ চলচ্চিত্রটির মাধ্যমে খ্যাতি অর্জন করেন।

অ্যামামাও এবং তøাতলি দুজনেই এখন তিউনিশিয়ার নতুন সরকারে সুশীল সমাজের প্রতিনিধি। এই সরকার আগামী ছয় মাসের মধ্যে সরকার এবং সংসদীয় নির্বাচনের আয়োজন করবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।