ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নয়াদিল্লিতে বুদ্ধদেব ভট্টাচার্য

পশ্চিমবঙ্গে মাওবাদ সমস্যার জন্য দায়ী তৃণমুল কংগ্রেস

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১

কলকাতা: নয়াদিল্লির বঙ্গভবনে এক সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গে মাওবাদ সমস্যার জন্য দায়ী তৃণমুল কংগ্রেস।

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে বুধবার দুপুরে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনার পর তিনি এ কথা বলেন।



এদিন তিনি বলেন, ‘নন্দীগ্রামের ঘটনার সময় থেকেই মাওবাদী-তৃণমুল যোগাযোগ শুরু হয়েছে। তৃণমুল নেতারা আহত মাওবাদীদের চিকিৎসার জন্য ওড়িশা নিয়ে যাচ্ছে। আমাদের রাজ্যে একটা সময় নকশাল আন্দোলন হয়েছে। আমরা প্রশাসনিক ও রাজনৈতিকভাবে সেই আন্দোলন মোকাবিলা করেছি। এবার তৃণমুলের সঙ্গে মাওবাদীদের যোগাযোগের ফলে পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। ’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এসব নিয়ে আলোচনা হয়েছে। সমস্যা আছে পাশের রাজ্য ওড়িশা ও ঝাড়খ- সীমান্তে। মোট ২৮টি থানা এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা কেন্দ্রের সঙ্গে একমত দুটি বিষয়ে। প্রথমত লালগড়ের নেতাই হত্যাকাণ্ডের ঘটনা রুখতে হবে, দ্বিতীয়ত বেআইনী অস্ত্র উদ্ধার করতে হবে। চিদাম্বরমকে বলেছি তৃণমুলকে মাওবাদীদের সঙ্গ ত্যাগ করতে বলুন। ’


একটি সুত্র থেকে জানা গেছে, এদিন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি ১০ পৃষ্ঠার নোট দিয়েছেন। ওই নোটে বিশেষ করে, কেন্দ্রীয় সরকারের অন্যতম শরিক তৃণমুলের সঙ্গে মাওবাদীদের ঘনিষ্ঠতার বিষয়টি উল্লেখিত হয়েছে।

এদিকে, মুখ্যমন্ত্রীর সফর চলাকালিন বুধবার নয়াদিল্লির যন্তরমন্তরের সামনে তৃণমুলের লোকসভার ও রাজ্যসভার সব সাংসদ বিক্ষোভ অবস্থান করেন। তারা রাজ্যের এই অবস্থার জন্য সিপিএমকে দায়ী করেন।

ভারতীয় সময়: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।