ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

২০১০-এ চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ১০.৩ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১
২০১০-এ চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ১০.৩ শতাংশ

বেইজিং: চীনের অর্থনীতি গত বছর ১০ দশমিক ৩ শতাংশ বেড়েছে, ২০০৯-এ যা ছিল ৯ দশমিক ২ শতাংশ। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে।



এনবিএসের পরিচালক মা জিয়ানতাং সাংবাদিকদের বলেন, গত বছর (২০১০) মোট দেশজ উৎপাদন বা জিডিপি ছিল ৬ দশমিক শূন্য ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা ১০ দশমিক ৩ শতাংশের চেয়ে বেশি।

মা বলেন, ‘গত বছর বৈশ্বিক অর্থনৈতিক মন্দা থেকে চীন তার পুনরুদ্ধার সংহত ও মজবুত করেছে এবং জাতীয় অর্থনীতি সাধারণভাবে ভাল চলছে। ’ ২০০৯ সালে বিশ্ব অর্থনীতি ধস থেকে নিজেকে পুনরুদ্ধার করতে পেরেছ। এরপর ২০১০-এর শুরুতে চীনের জিডিপির লক্ষ্যমাত্রা ছিল ৮ শতাংশ।

মা আরও বলেন, ‘গত বছরটা চীনের উন্নয়নের জন্য অস্বাধারণ সময় ছিল। এর মধ্যে দেশকে অনেক সমস্যা মোকাবিলা করতে হয়েছে। এগুলো হচ্ছে, দেশীয় ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং প্রাকৃতিক দুর্যোগ।

চীনের সরকার সুস্থিত প্রবৃদ্ধি অর্জনের চেষ্টা করেছে এমন এক সময়ে যখন বৈশ্বিক অর্থনীতি ছিল ভারসাম্যহীন ও অসমন্বিত। এনবিএস এ তথ্য জানায়।

সরকারি তথ্যকেন্দ্রের অর্থনৈতিক পূর্বাভাস বিভাগের উপপরিপালক ঝু বোয়ালিয়াং বলেন, ২০১০-এ দেশের অর্থনীতি ছিল সুস্থিত।

ঝু বলেন, চলতি বছর (২০১১) চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি খানিক কমে যাবে। মুদ্রাস্ফীতি রোধে সরকারের মুদ্রাব্যবস্থায় পরিবর্তন আনার ফলে এটা হবে।

এনবিএস জানায়, গত বছর চীনের ভোক্তা দাম সূচকে (সিপিআই) ডিসেম্বরে মুদ্রাস্ফীতি বেড়েছে ৪ দশমিক ৬ শতাংশ। সারা বছরে এ সংখ্যা ছিল ৩ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।