ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালির তরুণদের এক পঞ্চমাংশ বেকার বা অছাত্র

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১
ইতালির তরুণদের এক পঞ্চমাংশ বেকার বা অছাত্র

রোম: ইতালির ১৫ থেকে ২৯ বছর বয়সী এক পঞ্চমাংশ তরুণ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হননি বা তাদের কোনো চাকরি নেই। ইউরোপের মধ্যে ইতালিতে এ হার সবচেয়ে বেশি।

খবর আইএএনএস ও সিফির।

দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান সংস্থা ইস্তাতের ‘আমরা ইতালীয়’ শীর্ষক সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে।

গবেষণা অনুযায়ী, ইতালির ১৫ থেকে ২৯ বছর বয়সী ২১ দশমিক ২ শতাংশ বা ২০ লাখেরও বেশি তরুণ ২০০৯ সাল থেকে কোনো ধরনের কাজ বা পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত নয়। অতি সাম্প্রতিক উপাত্তের ভিত্তিতে ইস্তাত এ গবেষণাটি পরিচালনা করে।

একইসঙ্গে দেশটির তরুণদের এক পঞ্চমাংশ বা ১৯ দশমিক ২ শতাংশ উচ্চবিদ্যালয় পাসের আগেই অর্থাৎ ১৫ থেকে ১৬ বছরের মধ্যেই স্কুল ছেড়ে দেয়।

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের মধ্যে ইতালিতে শিক্ষার্থীদের স্কুল থেকে ঝরে পড়ার এ হার ১৪ দশমিক ৪ শতাংশ বলে ইস্তাতের গবেষণা সূত্রে জানা যায়।    

ইইউর অন্তর্ভুক্ত সদস্য রাষ্ট্রের জন্য ২০২০ সালের মধ্যে উচ্চতর ডিগ্রি অর্জনের নির্ধারিত হার ৪০ শতাংশ। কিন্তু এর বিপরীতে ইতালিতে ৩০ থেকে ৩৪ বছর বয়সীদের মাত্র ১৯ শতাংশ উচ্চতর ডিগ্রি অর্জনে সক্ষম হয়।

এছাড়াও দেশটির প্রতি দু’জনের মধ্যে একজন নারী (৪৪ দশমিক ৪ শতাংশ) চাকরিজীবী। ইইউর সদস্য রাষ্ট্রের মধ্যে মাল্টার পর ইতালির এ হারই সর্বনিম্ন। একইসঙ্গে ইইউর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ইতালিতেই দীর্ঘমেয়াদি বেকারত্বের হার সবচেয়ে বেশি (৪৪ দশমিক ৪ শতাংশ)।

সারা দেশে চাকরিজীবীদের ১১ দশমিক ৯ শতাংশ স্বল্প শিক্ষিত। এর মধ্যে ইতালির অনুন্নত দক্ষিণে এ হার ২০ শতাংশ বলে ইস্তাত জানায়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।