ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়া সফরে যাচ্ছেন কারজাই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১
রাশিয়া সফরে যাচ্ছেন কারজাই

মস্কো: দুই দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়া যাচ্ছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের আমন্ত্রণে বৃহস্পতিবার কারজাই দেশটি সফরে যাবেন বলে ক্রেমলিনের একটি সংবাদমাধ্যম থেকে জানানো হয়েছে।

 

আফগানিস্তানের কর্মকর্তা, মন্ত্রী ও ব্যবসায়ীসহ মোট ৮০ জনের একটি প্রতিনিধি দল কারজাইয়ের সফরসঙ্গী হবেন। সফরকালে শুক্রবার কারজাই ও মেদভেদেভ বৈঠক করবেন।    

বৈঠকে দেশ দুটির মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক চুক্তি সই হতে পারে বলে আশা করা হচ্ছে।    

এর আগে আফগানিস্তান ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা, মাদকের বিরুদ্ধে লড়াই এবং আফগানিস্তানে মানবিক সহায়তা সরবরাহ বিষয়ে আলোচনার জন্য মস্কো সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন কারজাই।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।