ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১
ইরাকে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত ৪৫

কারবালা: ইরাকের কারবালায় আত্মঘাতী গাড়ি বোমা হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত ও দেড় শতাধিক লোক আহত হয়েছে। দেশটির শিয়া জাতিগোষ্ঠীর পবিত্র শহরে দু’জন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি যান নিয়ে বিস্ফোরণ ঘটালে হতাহতের এ ঘটনা ঘটে।

ইরাকের উচ্চপদস্থ এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।  

শহরের আলাদা দু’টি প্রবেশ পথে ২০ মিনিটের ব্যবধানে জোড়া হামলার ঘটনা ঘটে বলে কারবালার প্রাদেশিক পরিষদের প্রধান মোহাম্মদ হামিদ আল-মুসাবি জানান।

কারবালার দক্ষিণাংশে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল তিনটায় প্রথম হামলাটি এবং শহরের ১৫ কিলোমিটার দক্ষিণে বেলা তিনটা বিশ মিনিটে দ্বিতীয় হামলা চালানো হয় বলে মুসাবি জানান।

মুসলমানদের ইমাম হোসেনের মৃত্যুবার্ষিকী পালনের উদ্দেশ্যে খুব শিগরিই এক লাখের বেশি হাজি কারবালা সফর করবেন।

মূলত ইরাকে নির্বাচনের নয় মাস পর গত ডিসেম্বরে প্রধানমন্ত্রী নূরি আল- মালিকি নতুন সরকার গঠনের পরই দেশটিতে এ ধরনের হামলার সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।