ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দ. কোরিয়ার অভিযানে ৮ সোমালি জলদস্যু নিহত, নাবিক উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১১
দ. কোরিয়ার অভিযানে ৮ সোমালি জলদস্যু নিহত, নাবিক উদ্ধার

সিউল: দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী সোমালিয়ার জলদস্যুদের হামলা করে ছিনতাই হওয়া জাহাজসহ সব নাবিককে উদ্ধার করেছে। এ অভিযানে আটজন জলদস্যু নিহত হয়েছে বলেও সেনা কর্মকর্তারা জানান।



দেশটির জয়েন্ট চিফস অব স্টাফের (জেএসসি) মুখপাত্র কর্নেল লি বুং-উ বলেন, ‘আমাদের নৌবাহিনী শুক্রবার সকালে ছিনতাই হওয়া সামহো জুয়েলরি জাহাজে অভিযান চালায় এবং সব বন্দীকে উদ্ধার করে। এ সময় আমাদের বাহিনী কয়েকজন সোমালি জলদস্যুকে হত্যা করে। বন্দীরা বেঁচে আছেন। ’

সোমলিয়ার এক হাজার ৩০০ কিলোমিটার উত্তরপূর্বে এ উদ্ধার অভিযান পরিচালিত হয় বলে লি জানান।

অভিযানের সময় ছিনতাই হওয়া ওই মালবাহী জাহাজের ক্যাপ্টেনের পেটে গুলি লাগে। তবে তার অবস্থা গুরুতর নয় বলে লি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।