ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

এবার সৌদিতে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১১
এবার সৌদিতে গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা

জেদ্দা: সৌদি আরবের অনুন্নত প্রদেশ জিজানে এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার দেশটির পুলিশ এ তথ্য জানায়।

খবর সিনহুয়া ও রয়টার্সের।

সম্প্রতি আরব বিশ্বের বিভিন্ন দেশে একের পর এক আত্মবলি বা নিজের গায়ে আগুনি ধরিয়ে আত্মহত্যার ঘটনা ঘটছে। এরই ধারাবাহিকতায় ইয়েমেনের সীমান্ত অঞ্চলের পার্শ্ববর্তী সৌদির জিজান প্রদেশে ওই ব্যক্তি গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করলেন।

জিজান প্রদেশে পুলিশের মুখপাত্র আবদুল্লাহ আল কারনি বলেন, ‘তিনি শুক্রবার মারা গেছেন। কারণ জানা যায়নি। আমরা এখনো এর তদন্ত করছি। ’ এ বিষয়ে কূটনীতিকরা বলছেন, শীর্ষ তেল রপ্তানিকারী দেশ সৌদির ওই প্রদেশে বেকারত্বের হার সবচেয়ে বেশি। ’

জাতীয় পত্রিকা আল রিয়াদ জানিয়েছে, বাড়িতে থাকা পেট্রোলিয়াম দ্রব্য ব্যবহার করে ওই ব্যক্তি তার নিজের গায়ে আগুন ধরিয়ে দেন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এটা অবশ্য পরিষ্কার না, তিনি আরব অঞ্চলের অনুরূপ বেশ কয়েকটি ঘটনায় প্রভাবিত হয়েছিলেন কি না। গত ১৭ ডিসেম্বর তিউনিসিয়ার ২৬ বছর বয়সী এক তরুণ সব্জি বিক্রেতা সরকারের নির্যাতনের শিকার হয়ে সর্বপ্রথম নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেন।

বিশাল তেল ভাণ্ডার থাকার পরেও সৌদি আরবে উচ্চমাত্রার বেকারত্ব রয়েছে। ২০০৯ সেখানে বেকারত্বের হার ছিল ১০ দশমিক ৫ শতাংশ। সৌদি আরবের মোট জনসংখ্যা এক কোটি ৮০ লাখ।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।