ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাগবোর অর্থ সরবরাহ বন্ধ করে দিচ্ছে পশ্চিম আফ্রিকান নেতারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১১
বাগবোর অর্থ সরবরাহ বন্ধ করে দিচ্ছে পশ্চিম আফ্রিকান নেতারা

আবিদজান: আইভরি কোস্টের নেতা লুরা বাগবোকে ক্ষমতা ছাড়তে বাধ্য করার জন্য পশ্চিম আফ্রিকান নেতারা এবার দেশটির কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম সহযোগী কর্মকর্তাদের পদত্যাগ করতে চাপ দিচ্ছেন।

এই কর্মকর্তারা বাগবোকে অর্থ সরবরাহের নিশ্চয়তা দিয়েছিলেন।

এএফপি রোববার এ তথ্য জানায় ।

এরপর এ নেতারা নভেম্বরের ২৮ তারিখে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত অ্যালাসেন্স ওয়াত্তারাকে কেন্দ্রীয় ব্যাংকের জন্য নতুন একজন গভর্নর নিয়োগ দেওয়ার আহ্বান জানান।

ফিলিপ-হেনরি ডেকরি-টেব্লি পশ্চিম আফ্রিকার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদ থেকে সরে দাঁড়ালে পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক এবং পর্যবেক্ষণ সংস্থার (ডব্লিউএইএমইউ) নেতারা মালিতে একটি সমাবেশের আয়োজন করেন। এ সময় তারা ওয়াত্তারাকে এই প্রস্তাব দেন।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।