ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সোফার কুশনখেকো নারী!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১১
সোফার কুশনখেকো নারী!

ব্রাডেনটন: কাউকে যদি তার প্রিয় কোনো খাবারের নাম বলতে বলা হয় তাহলে হয়ত সে লোভনীয় অনেক খাবারেরই নাম বলবে। কিন্তু কেউ যদি বলে তার প্রিয় খাবার সোফার কুশন! অবাক হওয়ার কিছু নেই।

যুক্তরাষ্ট্রের ফোরিডা অঙ্গরাজ্যে ব্রাডেনটন অঞ্চলের ৩০ বছর বয়সী অ্যাডেলের পছন্দের খাবার এটাই।

সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে অ্যাডেল ফোম জাতীয় জিনিস খাওয়ার প্রতি তার এই অদ্ভুত রুচি উপস্থাপন করেন। ‘আমার অদ্ভুত আসক্তি’ নামের এই অনুষ্ঠানে অ্যাডেল সোফার কুশন কচকচ করে খেয়ে সবার তাক লাগিয়ে দেন।

এই অনুষ্ঠানে এর আগেও অদ্ভুত খাবারের প্রতি আসক্ত যেমন টয়লেট পেপার, রান্নাঘরের পরিষ্কারক ইত্যাদির উপর অনুষ্ঠান করেছে। কিন্তু অ্যাডালের এই পর্বটি অন্যগুলোর তুলনায় আলাদা।

জ্যাসন মিহালকো নামের একজন মনস্তত্ত্ববিদ এওএল নিউজকে বলেন, ‘অ্যাডেলের এই আচরণকে (বিশৃঙ্খল খাদ্যাভ্যাস) বলা হয় পিকা। বাড়ন্ত শিশু ও নারীদের মধ্যে এ ধরনের অভ্যাস দেখা যায়। যেসব মানুষ ধাতু, ময়লা, চক, লেখার সরঞ্জাম ইত্যাদি খেতে পছন্দ করে এরাই মূলত এই পিকার শিকার। ’

যদিও মানুষ কেন এই ধরনের জিনিসের প্রতি আসক্ত হয় সে বিষয়ে সঠিকভাবে কেউ জানে না।

মিহালকো এ বিষয়ে বলেন, ‘পিকা সম্পর্কে গবেষণা খুবই কম হয়েছে। তবে কিছু গবেষণা দেখা গেছে, খনিজ পদার্থের অপুষ্টিজনিত কারণে এই ধরনের অভ্যাস তৈরি হয়। মানসিক সমস্যার সঙ্গেও এ বিষয়টি ঘনিষ্ঠভাবে জড়িত। ’

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।