ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মস্কোর বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১১
মস্কোর বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩৫

মস্কো: রাশিয়ার রাজধানী মস্কোর ব্যস্ততম দোমোদেদোভো বিমানবন্দরে সোমবার বিস্ফোরণে ৩৫ জন মারা গেছে। আহত হয়েছে শতাধিক।

খবর এএফপির।

প্রত্যক্ষদর্শীরা রাশিয়ার সবচেয়ে বড় বিমানবন্দরে এ বিস্ফোরণে হত্যাযজ্ঞের বর্ণনা দেন। তারা বলেন, ব্যাগের ভেতরে থাকা বোমা বিস্ফোরণ হয়েছে। দগ্ধ, পুড়ে যাওয়া লাশ, রক্ত ইত্যাদির বর্ণনা দেন তারা।

ইতিমধ্যে রাশিয়ার সরকার একটি তদন্ত কমিটি গঠন করেছে। ওই কমিটির মতে, ‘আজ (সোমবার) স্থানীয় সময় ৪টা ৩২ মিনিটে দোমোদেদোভো বিমানবন্দরের একটি প্রবেশ হলে এ বিস্ফোরণ ঘটেছে। ’

কমিটির মুখপাত্র ভ্লাদিমির মারকিন বলেন, এই সন্ত্র্রাসী তৎপরতার পরিপ্রেক্ষিতে একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।

কমিটির আরেক কর্মকর্তা তাতিয়ানা মরোজোভা বলেন, বিমানবন্দরের ব্যাগপত্তর রাখার অঞ্চলে বিস্ফোরণটি ঘটেছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত ৩৫ জন নিহত ও ১৩০ আহত হয়েছে। একজন আত্মঘাতি হামলাকারী আন্তর্জাতিক প্রস্থান হলে বিস্ফোরণটি ঘটিয়েছে।

এ ঘটনায় প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ দেশজুড়ে চলাচল স্থানগুলোয় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। উত্তর ককেশাস অঞ্চলের মুসলিম জঙ্গিরা রাশিয়ার রাজধানীতে প্রায়ই হামলা চালায়।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।