ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অ্যারিজোনা হত্যাকাণ্ড: নির্দোষ দাবি জ্যারেড লাফনারের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১
অ্যারিজোনা হত্যাকাণ্ড: নির্দোষ দাবি জ্যারেড লাফনারের

অ্যারিজোনা: অ্যারিজোনা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত জ্যারেড লাফনার সোমবার আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। খবর বিবিসি ও এএফপির।



লাফনারের বিরুদ্ধে তিনটি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। অ্যারিজোনায় তার বন্দুকের গুলিতে ছয়জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। এর মধ্যে এক মার্কিন কংগ্রেস সদস্যও আছেন।

তবে আদালতে লাফনার কংগ্রেস সদস্য গ্যাব্রিয়েল গিফোর্ডস এবং তার দুই সহকারীকে হত্যা চেষ্টার অভিযোগ অস্বীকার করেন।  

মাথায় গুলি করা গিফোর্ডস বর্তমানে টেক্সাসের পুনর্বাসন কেন্দ্রে আছেন। তার অবস্থার উন্নতি হচ্ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

এদিকে এ হামলার পর থেকে কারাবন্দী থাকা লাফনারকে শুনানির জন্য কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে আনা হয়। শুনানির সময় লাফনারকে হাসিমুখে, খুব শান্ত অবস্থায় দেখা যায় বলে বার্তাসংস্থা এএফপি জানায়।

এর আগে অ্যারিজোনার টাকসানে হত্যাকাণ্ডের দু’দিন পর লাফনারকে প্রথম আদালতে হাজির করা হয়। তখন গিফোর্ডসসহ তার দুই সহকারী পাম সিমন ও রন বারবারকে হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। তবে তার বিরুদ্ধে আরও মামলা হতে পারে এবং চূড়ান্তভাবে তার মৃত্যুদণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হত্যাকাণ্ডের শিকারদের মধ্যে আরও আছেন অ্যারিজোনার এক কেন্দ্রীয় বিচারক জন রল এবং নয় বছরের এক মেয়ে। এ হত্যাকাণ্ডের পরবর্তী শুনানি আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।