ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হাইতিতে কলেরায় নিহত ৪০০০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১

পোর্ট-অ-প্রিন্স: ভূমিকম্প-বিধ্বস্ত হাইতিতে কলেরা আক্রান্ত হয়ে প্রায় তিন হাজার ৯ শতাধিক মানুষ মারা গেছে বলে দেশটির স্বাস্থ্য বিভাগের একজন কর্মকর্তা বুধবার জানান। গত অক্টোবরের মাঝামাঝিতে হাইতিতে কলেরার প্রাদুর্ভাব দেখা দেয়।



হাইতির দশটি প্রদেশেই কলেরা মহামারি আকারে ছড়িয়ে পড়ে। কলেরায় এক লাখ ৯৯ হাজার ৪৯৭ জন আক্রান্ত হয়। এদের মধ্যে এক লাখ ১২ হাজার ৬৫৬ জন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা নিয়ে এক লাখ ১০ হাজার ৩১ জন চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে ফিরে যান।

হাইতির কলেরা ছড়িয়ে পরার জন্য নেপালের সেনাবাহিনীকে দায়ী করা হয়।

ভয়াবহ ভূমিকম্পে হাইতিতে প্রায় ২ লাখ ২২ হাজার মানুষের মৃত্যু ঘটে। এখনোও হ্জাার হাজার মানুষ রাস্তায় খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছেন।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।