ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বিমানবন্দরে হামলায় ককেশাসের জঙ্গি জড়িত: মস্কো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১১
বিমানবন্দরে হামলায় ককেশাসের জঙ্গি জড়িত: মস্কো

মস্কো: রাশিয়ার বিমানবন্দরে বোমা হামলার ঘটনায় নর্থ ককেশাস জঙ্গিগোষ্ঠীর এক সদস্যকে সন্দেহ করছে মস্কো। গত বছর অদৃশ্য হয়ে যাওয়া ওই ব্যক্তিই এ হামলায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

খবর এএফপির।

হামলার তিনদিন পার হয়ে গেলেও তদন্তকারী দল এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাননি। মস্কোর ওই বিমানবন্দরের হামলায় ৩৫ জন নিহত হয়।

দৈনিক করেমসান্ট জানিয়েছে, ককেশাস পার্বত্য এলাকার রাজদোবুদকো নামের আদিবাসী এক ব্যক্তি এ হামলায় জড়িত এমন সন্দেহে তদন্ত চলছে। ধারণা করা হয়, সন্দেহভাজন ওই ব্যক্তি নোগাইস্কি ঝামাত নামের একটি জঙ্গিগোষ্ঠীর সদস্য।

কয়েকটি প্রতিবেদনে দেখা যায়, মস্কোর আত্মঘাতী হামলাকারী একজন নারী। রাজদোবুদকো তার পরিবারের সদস্যদের মেরে ফেলবে এমন হুমকি তাকে দিয়ে এ হামলা চালানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই নারীকে দিয়ে ব্যাপক পরিসরে হামলা চালানোর চেষ্টা হচ্ছিল। তার সঙ্গে আরেক মেয়ে সেখানে যেতে বাধ্য হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।