ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বেরলুসকোনির পার্টিতে আরেক অপ্রাপ্ত বয়স্ক মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১১
বেরলুসকোনির পার্টিতে আরেক অপ্রাপ্ত বয়স্ক মেয়ে

রোম: ইতালির প্রধানমন্ত্রী বেরলুসকোনির আয়োজিত উৎসব অনুষ্ঠানে অংশ দিতে দেখা গেছে এক অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে। এ নিয়ে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের উপস্থিতির এটা দ্বিতীয় ঘটনা।



একইসঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য বেরলুসকোনি তাকে অর্থ দেওয়ার প্রমাণ আছে বলেও বিচারকরা দাবি করেন।

বুধবার সংসদীয় কমিটির কাছে নতুন এ অভিযোগের লিখিত কাগজপত্র প্রেরণ করা হয়। বেরলুসকোনির উন্মত্ত এ অনুষ্ঠানগুলোতে প্রচুর যৌনকর্মীদের উপস্থিতির বিষয়টি তদন্ত কাজে নিয়োজিত বিচারকরাই নতুন এ অভিযোগ করেন।

নতুন অভিযোগপত্রে বলা হয়, আইরিস বেরার্দি নামের এ ‘সুপরিচিত যৌনকর্মী’ ২০০৯ সালের নভেম্বর ও ডিসেম্বরে বেরলুসকুনির অন্তত দুটি বাড়িতে যায়। এসময় সে অপ্রাপ্ত বয়স্ক ছিল বলে দাবি করা হয়। বেরার্দি ১৯৯১ সালের ডিসেম্বরে জন্ম নেয়।

এসময় বেরলুসকোনি মিলান ও সার্দিনিয়ায় দুটি পার্টির আয়োজন করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। সংবাদ মাধ্যম এএনএসএ সূত্রে এ তথ্য জানা যায়।

এরইমধ্যে রুবি নামের এক অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য প্রধানমন্ত্রী তাকে অর্থ দেন বলে বিচারকরা অভিযোগ করেন। যৌনকর্মীদের সঙ্গে সম্পর্ক স্থাপন ইতালিতে অপরাধ নয়, তবে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের সঙ্গে এ কাজ করার জন্য অর্থ দেওয়া অবৈধ।

তবে রুবিকে অর্থ দেওয়ার বিষয়টি বরাবরই নাকচ করে আসছেন বেরলুসকোনি। এছাড়া রুবি নামে পরিচিত ক্যারিমা ইল মাহরুও বেরলুসকোনির সঙ্গে কোনো ধরনের সম্পর্কের কথা অস্বীকার করেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘন্টা, জানুয়ারি ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।