ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উইকিলিকস: ভিসা, মাস্টারকার্ডের ওয়েবে হামলার অভিযোগে ব্রিটেনে গ্রেপ্তার ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১
উইকিলিকস: ভিসা, মাস্টারকার্ডের ওয়েবে হামলার অভিযোগে ব্রিটেনে গ্রেপ্তার ৫

লন্ডন: হৈ চৈ ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের সমর্থনে আন্তর্জাতিক অনলাইন ব্যাংকিং প্রতিষ্ঠান মাস্টারকার্ড, ভিসা ও পেপ্যালের ওয়েবসাইটে হামলার অভিযোগে পাঁচজনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।



পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বয়স যথাক্রমে ১৫, ১৬, ১৯, ২০ ও ২৬ বছর। তাদের ব্রিটেনের ওয়েস্ট মিডল্যান্ডস, নর্দাম্পটনশায়ার, হার্টফোর্ডশায়ার, সারে ও লন্ডন থেকে আটক করা হয়েছে। সবাইকে স্থানীয় পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

গত মাসে এরা সবাই ‘নামহীন’ পরিচয় দিয়ে এসব ব্যাংকিং প্রতিষ্ঠানের অনলাইনে হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। যারা হ্যাক্টিভিস্ট নামেও পরিচিত।

মাস্টারকার্ড, ভিসা ও পেপ্যাল কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রের চাপে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের অ্যাকাউন্টের অর্থ লেনদেন বন্ধ করে দেয়। এরই প্রতিবাদে একদল ‘নামহীন’ হ্যাক্টিভিস্ট এসব প্রতিষ্ঠানে হামলা চালায়। এর আগে, উইকিলিকস মার্কিন যুক্তরাষ্ট্রের গোপন কূটনৈতিক আড়াই লাখ নথি ফাঁস করে দেয়।

ডিডিওএস (ডিস্টার্বড ডিনায়াল অব সার্ভিসেস) হামলা ব্রিটেনে নিষিদ্ধ। ডিডিওএস হচ্ছে, ওয়েবসাইট লোড করার জন্য বারবার অনুরোধ (রিকোয়েস্ট) করা, এতে সংশ্লিষ্ট ওয়েবসাইটের অনলাইন কার্যক্রম মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ব্রিটেনের কম্পিউটার মিসইউজ অ্যাক্টের অধীনে, অনলাইনে এ অপরাধ করলে সর্বোচ্চ পাঁচ হাজার পাউন্ড জরিমানা গুনতে হবে।

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।